আজ ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
মুহাম্মদ আরফাত হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ
ওলামা-ই কেরাম, সম্মানিত পীর-মাশাইখ ও বুদ্ধিজীবী মহলের সাথে দলের আদর্শিক সু-সম্পর্ক রেখে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনা অভিষেক ও ওলামা মাশায়েখ সমাবেশে গত ১৯ আগস্ট অধ্যাপক আবুল মনসুর দৌলতীর সভাপতিত্বে এবং কোরআন, নাতে-রাসুল, জাতীয় সংগীত ও দলিয়ো সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুলহাজ্ব আল্লামা এম এ মান্নান, উদ্বোধক ছিলেন বিভাগীয় সাংগঠনিক সচিব মজলুম জননেতা কাজী মাওলানা মুহাম্মদ সোলাইমান চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব বিশিষ্ট রাজনীতিবিদ সংগঠক জননেতা মাওলানা এম এ মতিন, সংবর্ধিত অতিথি ছিলেন হযরত্বলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল্-কাদেরী, আল্লামা সৈয়্যদ মসিহুদ্দৌলাহ (মা:জি:আ:), অধক্ষ আল্লামা মুফতি হারুনুর রশিদ।
এতে আরো উপস্থিত ছিলেন দেশ বরেণ্য পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, সাংবাদিক, বুদ্ধিজীবী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা কেন্দ্রীয় জেলা উপজেলা নেতৃবৃন্দ।