ভোগ
নাসিমা হক মুক্তা
এখন সময় নয় রোদ্দুর নয় বৃষ্টি
পৃথিবীর দিকে চোখ যেতেই
একটি শান্তির নির্মলতা ভেদ করে
আমাকে টেনে নামিয়ে দেয় –
অনুপম ভালোলাগার ত্রিবেদী জগতে ;
একটি পাখি, একটি আঁখি আর একটি মহামায়া!
পাখি উড়ে যায় অার আঁখি দেখে,
মন ভরে দেখে।
কি দেখে? কাকে দেখে?
স্নিগ্ধকেশে নীলিমার রং, সমুদ্রের মাহেন্দ্রক্ষণ
রাতের আকাশে প্রবল আবেগ
আর বাতাসে বাতাসে সুখের গুঞ্জন।
ঈশ্বর, এই মহা-জীবনের এই মহামায়া
এতরূপ, এত মায়া –
মানুষের তরে মানুষের ছায়া।
অনন্ত মহাযাত্রা
এর দান কি শুধুই ভোগ
নাকি চারিদিকে বিচিত্র উৎসুক?
কোনটা কার – বিচার আর কত দূর।