রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সাতকানিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

মোঃ শহিদুল ইসলাম, সাতকানিয়াঃ সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সহায়তায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ফাইনাল খেলা আজ ২২ আগস্ট, বৃহস্পতিবার সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদা আক্তার জাহান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলার ভূমি কমিশনার দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, সাতকানিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবাইর।


বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে পূর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ট্রাইবেকারে হারিয়ে দক্ষিণ কেওঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২-০ গোলে হারিয়ে মধ্যে রুপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলায় প্রধান সমন্বয়কারী ছিলেন সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া। খেলা পরিচালনায় ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া পৌরসভার সভাপতি সাইফুল ও ছমদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ। আপ্যায়ন কমিটিতে ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাতকানিয়া উপজেলার সভাপতি এস এম ইউসুফ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী।

মাঠ পরিকল্পনায় ছিলেন সাতকানিয়া পৌরসভার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মহসিন, শুনা কুমার দাস সহকারী শিক্ষক দেবাশীষ, ওসমান গনি, মহিউদ্দিন, রাসেল, রহিম ও ইউসুফ। মঞ্চ পরিকল্পনায় ছিলেন সাতকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শর্মিলা চৌধুরী ও মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তম চক্রবর্তী। ধারাভাষ্য পরিচালনায় ছিলেন, ছমদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হাসান ও মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী। উক্ত খেলায় আরো আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও অফিস সহায়করা।