রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বিএমএসএফ নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রনয়নের দাবি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

এমএহামিদ: সাংবাদিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম ( বিএমএসএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে দোহাজারী পৌরসভাস্থ অস্হায়ী কার্যলায় ২৪আগষ্ট শনিবার দুপুরে সাংগঠনিক আলোচনা সভাএবং ৩১শে আগষ্ট কেন্দ্রীয় কর্মসূচির আওতায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও কেন্দ্রীয় বৈঠক সফল করার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবংবোয়ালখালি উপজেলা (বিএমএসএফ) এর সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী আয়েশা ফারজানার পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা বিধানের জন্যপ্রশাসনেরপ্রতি অনুরোধ জানানো হয়।

কেন্দ্রীয় সাংবাদিক নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক কায়ছার ইকবাল চৌধুরী সঞ্চালনায় দক্ষিণ জেলা সভাপতি আবদুল হাকিম রানার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা সহ-সভাপতি চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. দেলোয়ার হোসেন,সাংবাদিক আবদুর রাজ্জাক, মো: আলী রাশেদ, মহিউদ্দীন চৌধুরী,মুহাম্মদ এরশাদ, এমএ হামিদ, এসএম রাশেদ, কাজী আয়শা ফারজানা, মো.সাইফুল ইসলাম, তুষার আহমদ কায়ছার, মো.আজীমুশ শানুল দস্তগীর (শাহানুর) আরফাত হোসেন, কামরুল ইসলাম মোস্তফা, ফয়সাল চৌধুরী, মো:শহিদুল ইসলাম, মো: কমুরুদ্দীন, সৈকত দাশইমন, ইসমাইল হোসেন শোহাগ, মো: এরশাদ,
আবদুল ওহাব বক্তব্য রাখেন।

সাংবাদিকেরা বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশওজাতি এগিয়ে যাচ্ছে, সত্যমিথ্যা সঠিক ভাবে প্রকাশ হচ্ছে,সাংবাদিকরা জাতীর বিবেক। লেখনির মাধ্যমে ভবিষ্যৎতে এধারা অব্যাহত রাখতে হলে সাংবাদিকদের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রনয়ন করতে বিএমএসএফ নেতৃবৃন্দয়া সরকারের প্রতি দাবী জানান।