শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বৃক্ষরোপন করাও জরুরী – চট্টগ্রাম জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

মুহাম্মদ আরফাত হোসেন
নিজস্ব প্রতিবেদক:

পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বৃক্ষরোপন করাও জরুরী বলে মন্তব্য করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেন ।গতকাল রবিবার (২৫ আগষ্ট) শেখ রাসেল ডিজিটাল ল্যাব চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে কাজেম আলী স্কুল ও কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি আরো বলেন ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।চট্টগ্রামে ক্রমান্বয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে বলেও আশ্বস্থ করেন জেলা প্রশাসক ।তবে এখনও ডেঙ্গুর প্রকোপ আছে জানিয়ে তিনি বলেন সবসময় নিজেদের বাসা বাড়ীর আঙ্গিনা, টয়লেট সহ যেখানে পানি জমে সেসব জায়গায় প্রত্যেকদিন পরিষ্কার করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান ।এসময় শেখ রাসেল ডিজিটাল ল্যাব চট্টগ্রাম জেলার কো অর্ডিনেটর ফয়সাল কাশেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র স্কুল ও কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দীন ।উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্কুলের শিক্ষক -শিক্ষিকা, বিডি ক্লিন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় কো অর্ডিনেটর আদিল কবির, সহ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের বিভিন্ন স্কুলের ল্যাব কো অর্ডিনেটরগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শেষাংশে বিডি ক্লিন চট্টগ্রাম জেলা শাখা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের যৌথ সমন্বয়ে বিদ্যালয় প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।