আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ শুদ্ধ বানান চর্চা (শুবাচ) চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষক পরিষদের সম্পাদক, সাহিত্যিক আহমদ ছফা পরিষদ চন্দনাইশের সভাপতি, উপজেলার শ্রেষ্ট শিক্ষক ২০১৬ পদক প্রাপ্ত, মরহুম ভাষা সৈনিক ও শিক্ষাবিদ আবুল কালাম আজাদের সুযোগ্য পুত্র বিশিষ্ট ছড়াকার, লেখক ও গবেষক শাহজাহান আজাদ এর ৫২তম জন্ম বার্ষিকী ৩০ আগষ্ট শুক্রবার।
এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচীর মধ্যে আছে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া-মাহফিল, বৃক্ষ রোপণ ও বৃক্ষ চারা বিতরণ। সকাল ৯ টায় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও শুভাখাংকীরা প্রিয় শিক্ষককে ফুলেল সংবর্ধনা জানাবে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা, ও ছড়া কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। শুদ্ধ বানান চর্চা চন্দনাইশ উপজেলার শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম এ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানান।