রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে ৯১টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

নিজস্বপ্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে চন্দনাইশ উপজেলার ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ আগস্ট) সকালে চন্দনাইশ উপজেলার পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ,ওষুদী, সহ পরিবেশবান্ধব বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করে এ কর্মসূচি উদ্ভোধন করেন চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা।

সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছিল আগেই।

আজ শনিবার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে গাছের চারা রোপণ করা হয়।

এসময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান আল মামুনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিভিন্ন সূত্রে জানা যায়,চন্দনাইশে ৯১টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।