শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

উজিরভিটা সুখছড়ি খাল পাড় সড়কের করুণ অবস্থা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ সেলিম উদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নস্থ ৯ নম্বর ওয়ার্ডের উজিরভিটা সুখছড়ি খাল পাড় সড়ক নির্মাণের পর থেকে কোনো সংস্কার হয়নি। অযত্নে অবহেলায় সড়কটি এখন বেহালদশা। পায়ে হেঁটেও চলাচল করা দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গর্ভবতী, রোগী, সাধারণ পথচারী ও স্থানীয় স্কুল-মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের দুর্ভোগের শেষ নেই।

উজির ভিটা পেঠান শিকদার বাড়ি (তিন পথের মাথা) থেকে আবদুল খালেক শাহর ঘাটা পর্যন্ত এক কিলোমিটার এই সড়কটির অবস্থা বেহাল। রাস্তার কোথাও কোথাও কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সুখছড়ি খালে প্রতিরক্ষা দেয়াল না থাকায় প্রতি বছর সড়কটি ক্রমশ ভেঙে খালে বিলীন হয়ে যাচ্ছে।

সুখছড়ি খালের লোহাগাড়া সদর ইউনিয়নের অংশের পাড় ঘেঁষে অবস্থান পেঠান সিকদার পাড়া, আকিয়ার বর পাড়া ও বশর চৌধুরী পাড়ার। এই তিন পাড়ার লোক সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি।

নির্মাণের ২০ বছর পেরোলেও সংস্কার হয়নি সড়ক
স্থানীয় আবদুশ শুক্কুর জানান, সড়কটি প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন সাধারণ পথচারী ও এলাকার অনেক ছেলে-মেয়ে খালেকিয়া মাদ্রাসা, হামেদিয়া মাদ্রাসা, উজিরভিটা উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ সুছছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। খাল পাড়ে একটি প্রতিরক্ষা দেয়াল ও সড়ক সংস্কার করা হলে তাদের যাতায়াত ব্যবস্থা সহজ হবে।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, সড়কটি রক্ষা করতে হলে প্রতিরক্ষা দেয়াল করা জরুরি। অন্যথা এটি সংস্কার করলেও খাল পাড় হওয়ায় বর্ষায় ভেঙে যাবে। আপাতত এটি করার মতো বরাদ্দ নেই।