রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

উত্তর সাতকানিয়ায় সততা ‘স্টোর’ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

প্রেসবিজ্ঞপ্তিঃ ছাত্রাবস্থায় নীতি-নৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতা বিহীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৪ সেপ্টেম্বর , বুধবার সকাল ১১ টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা সততা স্টোরের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোবারক হোসেন।
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। তিনি বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ন ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিম শরীফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হাকিম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম, আব্দুল কাদের ও মমতাজ বেগম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ঝন্টু চক্রবর্তী, সিনিয়র শিক্ষক হাসান ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক শিহাবউদ্দিন ও সিনিয়র সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম।