আজ ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। উপজেলা অডিটরিয়ামে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ রাশেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, বদরুল হক চিশতি, মাওলানা মোহাম্মদ শেয়ায়েব, সিরাজুল আরেফিন, আবুল হোসাইন প্রমুখ।
এ সময় গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, কেয়ারটেকার, স্থানীয় আলেম- ওলামা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো: আবদুর রউফ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।