আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো. নুরুল আলম, বিশেষ প্রতিনিধি ঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে খুদুকখালী গ্রামে (৭নং) ওয়ার্ডে ঐহিত্যবাহী সামাজিক, সাংস্কৃতিক, অরাজনৈতিক ও ক্রীড়া সংগঠন ছনুয়া তারুণ্য সমবায় সমিতির ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
কমিটি গঠন উপলক্ষ্যে সমিতির অস্থায়ী কার্যালয়ে ০১/০৯/২০১৯ খ্রি: তারিখে সকালে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী ০৫/০৯/২০১৯ খ্রি: তারিখে আগামী ০৩ (তিন) বছরের জন্য পুর্ণাঙ্গ কমিটি ঘোষণার করা হয়।
এতে সর্বসম্মতিতে শিক্ষক ও সংগঠক মোঃ শাহীন আলমকে সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম (সোহান)-সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাং আবু তৈয়ব- সিনিয়র সহ-সভাপতি, এনামুল হক -সহ-সভাপতি, মো: মামুন খাঁন -সহ-সভাপতি, মোহাম্মদ হোছাইন (মনির) -সাংগঠনিক সম্পাদক, মো: হাবিব হাছান-দপ্তর সম্পাদক, মো: আনোয়ার হোছাইন (সৌরভ)-অর্থ বিষয়ক সম্পাদক, মো: ইসহাক -প্রচার সম্পাদক, মোহাম্মদ শোয়াইব হোছাইন -উপ- প্রচার সম্পাদক, মো.শফিকুল ইসলাম -ধর্ম বিষয়ক সম্পাদক, নেছার উদ্দিন-সদস্য, আবদুল গফুর -সদস্য, মোহাম্মদ হাছান- সদস্য, আবু হানিফ নোমান মো. জোনাইদ-সদস্য, তোফাইল উদ্দিন-সদস্য, মো.মিশকাত -সদস্য
ও মো দিদারকে -সদস্য।
ছনুয়া তারুণ্য সমবায় সমিতির নবগঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সমবায় সমিতির সকল উপদেষ্ঠা, কর্মকর্তা, শুভানুধ্যায়ী সদস্যরা। নব গঠিত এ কমিটি আগামীতে সমবায় সমিতির উন্নয়ন ও সকল কর্মকান্ডে গঠনমূলক ভুমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।