রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

বাঁশখালী সংবাদদাতাঃ

চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশখালী উপজেলা প্রশাসনের কতৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধব-১৭এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

(০৬ সেপ্টেম্বর ২০১৯) শুক্রবার বিকাল ৩ টার সময় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট,বালক ( অনুর্ধব-১৭)
উদ্ভোধন অনুষ্ঠান উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক মোঃ জাফর ইকবাল ও আলী আজগরের যৌথ পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী থানা সেকেন্ড অফিসার সাজ্জাদ হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী থানা প্রাথমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ, বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহীদুল মোস্তফা চৌধুরী মিজান,কৃষি অফিসার আবু ছালেক,কৃষি অফিসার শ্যামল,বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা সেন বড়ুয়া, বাঁশখালী থানা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন,৭নং সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন, যুবলীগ নেতা তোফায়েল বিন হোছাইন, যুবলীগ নেতা এমএ হামিদ, যুবলীগ নেতা আনসুর, ওলামালীগ বাঁশখালী থানা সভাপতি মাওলানা আক্তার হোছাইন, আওয়ামী লীগ নেতা মোজতবা মিশু,ছাত্র লীগ নেতা ফাহিম প্রমুখ।

রেফারি বিটুরাজ বড়ুয়ার পরিচালনায় উক্ত খেলায় অংশ গ্রহণ করেন শেখেরখীল ইউনিয়ন বনাম পুকুরিয়া ইউনিয়ন, ২-০গোলে শেখেরখীল ইউনিয়ন জয় লাভ করেন।