আজ ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বোয়ালিয়া গ্রামে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
আনোয়ারা উপজেলার গ্রেফতার মো. ইলিয়াছ প্রকাশ ইনু (৩১) সম্পর্কে ওই গৃহবধুর চাচাত দেবর।
ধর্ষণের শিকার ওই গৃহবধু চার সন্তানের মা বলে জানা গেছে। তার স্বামী প্রবাসী।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার মধ্যরাতে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালীয়া গ্রামের জাগির পাড়ায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ধর্ষিতা ওই নারী নিজেই বাদী হয়ে স্থানীয় ইলিয়াছ প্রকাশ ইনুকে আসামী করে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পর বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ ইলিয়াছ ইলু ওই গ্রামের কোরবান আলীর ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান , ইলিয়াছ ওই গৃহবধূকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। কয়েকবার প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। উত্যক্তের মাত্রা আরও বেড়ে যাওয়ায় তিনি তার স্বামী ও পরিবারের লোকজনকে জানান। এতে ইলিয়াছ আরো ক্ষেপে যায়।
অভিযোগে জানা যায়, সোমবার রাতে ওই নারী চার সন্তানকে নিয়ে তার ঘরে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে ইলিয়াছ কৌশলে তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জোর পূর্বক তাকে ধর্ষন করে। এক পর্যায়ে তার আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে ইলিয়াছ পালিয়ে যায়।
ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।