রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা খাদে, আহত ৩

মো. নুরুল আলম,বিশেষপ্রতিনিধিঃ
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় আরকান-কক্সবাজার মহাসড়কে বাইন্যা পুকুর পাড় এলাকায় একটি যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে অন্তত ০৩ জন আহত হয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার (ওসি) মো. আহসান হাবিব পেয়ার জানান, আজ শুক্রবার দুপুরে সাতকানিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনাটি গাড়ি নাম্বার (ছ- থ ১১-২৪০৯) পটিয়া যাচ্ছিল। পথে উপজেলার বাইন্যা পুকুর পাড় এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের শাহ আলম(৩০), শাহ আলমের মা রাবেয়া বেগম(৪৫) ও পটিয়া উপজেলার মুজাফফরাবাদ এলাকার সুজন বিশ্বাস (২৫) গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করে এবং গাড়িটি দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে যায়।। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইমার্জেসী মেডিকেল অফিসার ডা. মুকুট রায়।