রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সাতকানিয়া নলুয়ায় শিক্ষানবীশ আইনজীবীর মায়ের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলাধীন নলুয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় শিক্ষানবীশ আইনজীবী ছোটন অাচার্য্যর মা রিনা আচার্য্য গুরুতর অাহত হয়েছে।আহত অবস্থায় ভুক্তভোগীকে প্রথমে দোহাজারী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী পরিমল অাচার্য্য বাদী হয়ে সাতকানিয়া থানায় একই গ্রামের পলাশ অাচার্য্য,তার পিতা পবিত্র আচার্য্য ও তাদের বাড়ীর কাজের লোক বিজয় দাশকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়

১০ সেপ্টেম্বর দুপুর অনুমান ০১.০০ ঘঠিকায় রিনা আচার্য্যের বসবাসের জায়গার উপর দিয়া পল্লী বিদ্যুত সংযোগের তার যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন তার জায়গার কিছু গাছপালা কাটিয়া ফেলে।রিনা আচার্য্য ঐ কাটা ডালপালা গুলো আনতে গেলে উপরোক্ত বিবাদীগন ইহাতে অন্যায়ভাবে বাধা প্রদান করে। রিনা আচার্য্য বাধা প্রদানের কারণ জিজ্ঞাসা করিলে দুর্বৃত্তগণ ক্ষিপ্ত হইয়া রিনা অাচার্য্যর উপর হামলা করে তাকে গুরুতর আহত করেন।

অভিযোগের তদন্তকারী অফিসার রমজান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রগণ করা হবে।