রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বাঁশখালীতে বেগম রোকেয়া স্বর্ণ পদক বৃত্তি প্রাপ্তি শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

মুহাম্মদ সাঈদুল ইসলাম
চট্টগ্রাম(বাঁশখালী) প্রতিনিধিঃ

বাঁশখালীতে আল-আমিন সংঘের উদ্যোগে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণ পদক বৃত্তি প্রাপ্তি চট্টগ্রাম দক্ষিণ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গুনিজন সংবর্ধনা, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৪ ( শনিবার) দূপুর ১ টার সময় বাঁশখালী পৌরসভা জলদি গ্রীণ পার্কে বেগম রোকেয়া স্বর্ণ পদক বৃত্তির পরিচালক জহিরুল উদ্দিন মজুমদারের সার্বিক তত্বাবধানে মোঃ নাছির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহীকর্মকর্তা মোমেনা আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা সভা মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-বশিরুল ইসলাম, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী,শিক্ষা অফিসার নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ইশতিয়াক আহমেদ, বাঁশখালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, ৪নং বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, আওয়ামী যুবলীগ পৌরসভা আহবায়ক হামিদুল্লাহ,বাঁশখালী থানা ওলামা লীগ সভাপতি মাওলানা আক্তার হোসেন, বাঁশখালী সরকারি বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনোতোষ দাশ,বাঁশখালী মডেল বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ,বাঁশখালী সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শংকর প্রশাদ দাশ,জলদি আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস এম শোয়াইবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে গুণিজন হিসেবে সংবর্ধিত হলেন পীরে কামেল আলহাজ্ব আবদুছ সালাম ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান ( এম.এ)
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণিজন সংবর্ধনা, আলোচনা সভা কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ মধ্যে দিয়ে সমাপ্ত হয়।