রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ধলিয়া টু ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড রাস্তাটির পাকাকরণ সময়ের দাবি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

চাষা জহির,নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের ভালুকা উপজেলাস্থ ধলিয়া বাজার থেকে পশ্চিম দিকে ভরাডোবা নতুন বাসস্ট্যান্ডমুখী রাস্তাটির দিকে তাঁকালে এলাকাবাসীর হাহাকারে বুক ভরে যায়।যে রাস্তাটি ২০০১ সাল থেকে পাকা করার নানান প্রতিশ্রুতি বিভিন্নজন দিয়ে এসেছেন। অথচ রাস্তাটি অবহেলার কেন্দ্রবিন্দুতেই পড়ে আছে। ভরাডোবা নতুন বাসস্টান্ড থেকে মধ্য দেয়ালিয়াপাড়া পর্যন্ত রাস্তাটির পশ্চিমাংশ পাকা করা হয়েছে। আবার ধলিয়া বাজার থেকে পশ্চিমের দিকে অর্ধ কিলোমিটার ইটের সলিং করা হয়েছে। মাঝখানে এক কিলোমিটারের সামান্য বেশি কাঁদার ভাগাড় যেন। রাস্তাটির কাঁচা এ অংশে বড় বড় গর্ত আর ট্রাক চলাচলের বড় বড় গর্তরেখা রয়েছে। বৃষ্টি হলেই পানি জমে ডোবার আকার করে।এলাকাবাসীর চলাচলে প্রচন্ড বিঘ্ন ঘটে বর্ষা এলেই। আশেপাশের বহু সম্ভাবনাময় জায়গা রাস্তাটির এহেন দশায় পিছিয়ে আছে।

ভালুকা শিল্পের ছোঁয়া পাওয়ার সাথে সাথেই এ রাস্তাটির দু’পাশ শিল্প-কারখানায় ছেঁয়ে যাওয়ার কথা।অথচ,অবহেলায় হচ্ছেনা এ অঞ্চলের উন্নয়ন।ধলিয়া বেপারী পাড়া মোড় থেকে প্রায় অর্ধশত অটোরিক্সা,রিক্সা,মিনিট্রাক ও পিকআপ হাইওয়েতে উঠার জন্য নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।

এলাকাবাসীর দাবি,মাননীয় সংসদ সদস্য,উপজেলা চেয়ারমান,দুই ইউনিয়নের চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ রাস্তাটির প্রতি দৃষ্টি দিবেন। উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে রাস্তাটির সংস্কার ও পাকাকরন সময়ের দাবি।