রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রিক্সায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু,পাশে কাঁদছে অবুঝ সন্তান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

এমএহামিদঃ মানিকগঞ্জে রাতের লাল নীল আলোতে হালকা বাতাসে মা মেয়ে রিক্সা করে বিয়েতে যাচ্ছিল, গল্পগুজব করতে করতে কিন্তুু আজ যে মা মেয়ের শেষ গল্পগুজব কেউ জানতো না।

অটোরিক্সায় করে বাড়ি ফিরছিলেন মা আরিফা আক্তার (২২) সাথে শিশুকন্যা লামিয়া (৩)। কিন্তু কে জানতো বাড়ি ফেরার আগেই মা হারা হবেন শিশু লামিয়া।

এমনই এক ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে শহীদ স্মরণী
সড়কে মানিকগঞ্জ জেলা পরিষদ
এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

অটোরিক্সার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে মা আরিফা আক্তারের মৃত্যু হয়। এসময় রিক্সা চালক পালিয়ে গেলে মৃত মায়ের পাশে বসেই হাউমাউ করে কাঁদছিলেন অবুঝ শিশু লামিয়া।

নিহত আরিফা আক্তার মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডি গ্রামের হারুন মিয়ার মেয়ে।

তার স্বামীর নাম খোকন মিয়া। পেশায় তিনি একজন বাস চালক।

আরিফার চাচাতো ভাই আব্দুর রাজ্জাক জানান, সদর উপজেলার তরা এলাকায় খালার বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন আরিফা।

মানিকগঞ্জ শহরের ল’ কলেজ এলাকায় হঠাৎ রিক্সার চাকায় ওড়না পেছিয়ে শ্বাসরোধ হয়ে মারা যান তিনি।

আকস্মিক এ ঘটনায় রিক্সা রেখেই চালক পালিয়ে যায়। এসময় মায়ের মৃত দেহের পাশেই বসে কাঁদছিলেন অবুঝ শিশু আরিফা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। শিশুটির কাছে ঠিকানা জেনে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়।

মানিকগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোঃ শহিদুর আজম জানান, আরিফাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। রিক্সায় চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে মারা যান তিনি।
তার গলায় কাটা দাগ রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড
অফিসার হারেজ আলী জানান, নিহত
আরিফা একটি ইঞ্জিনচালিত রিক্সায়
চড়ে তার ৩ বছরের একমাত্র সন্তান
লামিয়া আক্তারকে সাথে নিয়ে তার
খালাতো বোনের বিয়ের দাওয়াতে
যাচ্ছিল এসময়ে দুঘর্টনা ঘটে । তবে রিক্সাটিকে আটক করা হলেও চালক পালিয়েছে।