আজ ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
নিজস্বপ্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে
তের মাস বয়সী শিশু ইমরান হাসান ছামীমকে গলাটিপে হত্যার পর মাটিচাপা দিয়ে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে।
হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার চরতি ইউনিয়নের সুঁইপুরা গ্রামে। হত্যাকাণ্ডের প্রায় ছয় ঘণ্টা পর গত ১৮ সেপ্টেম্বর, বুধবার, রাত ১১টায় দিকে মাটি খুঁড়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত শিশু ইমরান হাসান ছামীম (১৩ মাস) সুঁইপুরা গ্রামের দুবাই প্রবাসী মো. মামুনের ছেলে। তার মা রীমা আক্তার (২২) গৃহিনী। পারিবারিক কলহের জেরে আপন চাচি শিশুটিকে খুন করে মাটিচাপা দেয়। হত্যাকাণ্ড ও লাশ গুমে জড়িত চাচি মারুফা আক্তার (২০) তার স্বামী নুরুল আবছার মানিক (২৫) গ্রেফতার করা হয়েছে।
খুন হওয়া শিশুটির পিতা দুবাই প্রবাসী মামুন তার ভাই নুরুল আবছারের মাধ্যমে বছরখানেক আগে প্রায় এক লাখ টাকা পাঠান। তার স্ত্রীকে ওই টাকা দেয়ার কথা থাকলেও তিনচারমাস পার হয়ে গেলেও তিনি টাকাটা দেননি। স্ত্রী বিষয়টি মামুনকে জানান। পরে মামুন বিদেশ থেকে দেশে ফিরলে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ছয় মাস আগে মামুন আবার দুবাই চলে যান। কিন্তু দুই ভাইয়ের স্ত্রী ও পরিবারের সদস্যদের মধ্যে এ নিয়ে প্রায়ই ঝগড়া চলতো। বুধবার বিকেলে প্রবাসী মামুনের স্ত্রী রীমা আক্তার (২২) তার ছেলেকে শ্বাশুরির হেফাজতে রেখে গরুর জন্য ঘাস কাটতে যান। শ্বাশুরি নামাযে দাঁড়ালে শিশুটিকে আবছারের স্ত্রী মারুফা গলাটিপে খুন করে মরদেহ বাড়ির নলকূপ সংলগ্ন মাটিতে চাপা দেন। পরে রীমা বাসায় ফেরার পর ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরবর্তীতে নলকূপের পাশে মাটিখুঁড়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।