শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিলো আওয়ামী লীগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

অনলাইন ডেস্কঃ রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিল আওয়ামী লীগ। দলীয় প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু ।

এরআগে, রেজাউল করিম রাজু মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে গেলে বাঁধা দেন ছাত্রলীগ ও যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১৪ জুলাই এ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের নয় জন মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপি এবং যথাযথভাবে মনোনয়নপত্র দাখিল না করায় দুই জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। আগামী ৫ অক্টোবর এ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।