রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ (চট্টগ্রাম)

শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের উপশহর দোহাজারী পৌরসভাস্থ একমাত্র নারী বিদ্যাপীঠ দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার (২১সেপ্টেম্বর) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ করে ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যেসকল শিক্ষার্থী পিছিয়ে রয়েছে তাদেরএগিয়ে নিতে এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এ সমাবেশের আয়োজন করা হয়। দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তীর সভাপতিত্বে সকাল সাড়ে ১০ ঘটিকায় বিদ্যালয়ের মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জামালুর রহমান খান বিজ্ঞানপ্রযুক্তি স্কুলএন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মোমিন।

সম্মানিত অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য জামাল উদ্দীন মেম্বার, অভিবাবক সদস্য মোঃ আমির হেসেন,অভিভাবক সদস্য এমএহামিদ,অভিভাবক সদস্য পলাশ দত্ত।

অভিভাবক শিক্ষক সহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষক আছাদুল হক এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আশীষ কুমার চৌধুরী,শারমিন আকতার,এনজিও ব্যাক্স কর্মকর্তা মোঃআতাউর রহমান মানিক,প্রকাশ চৌধুরী, মোঃশাহাদাত কামাল, শিক্ষিকা গুলশান আরা বেগম,রেহেনা বেগম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী
দিনের ভবিষ্যৎ তারা সমাজের দেশের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করবে এবং দেশকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে, তাই শিক্ষার্থীদের গুনগত শিক্ষা অর্জনের কোন বিকল্প নেই। এছাড়া মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার পদক্ষেপ’কে স্বাগত জানিয়ে অভিভাবকদের সচেষ্ট হওয়ার পরামর্শ প্রদান করা হয়।