মুহাম্মদ আরফাত হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ
মুসলমানদের মধ্যে দুটি দল সুন্নি এবং শিয়া। শিয়া সম্প্রদায় আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি অন্যায্য ভক্তি বিশ্বাস দেখাতে গিয়ে পথভ্রষ্টতার কাতারে নিজেদের নিমজ্জিত করেছে। হযরত আলী (রা) হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা। তাঁর আগের তিন খলিফা সকলেই গণতান্ত্রিক ও খেলাফত ব্যবস্থার প্রক্রিয়ায় জনগণের খলিফা নির্বাচিত হন। অথচ শিয়ারা তা মেনে নিতে চায় না। প্রিয় নবীর (দ.) পর হযরত আলী (রা.) কে তাঁরা খলিফার একমাত্র দাবিদার বানিয়ে শিয়ারা যেমন পথভ্রষ্টতায় নিমজ্জিত, তেমনি তাদের অনুসারীরা ইসলামের গন্ডি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাকা ও বিত্তের হাতছানিতে সুন্নি অঙ্গনেও ওরা ঢুকে পড়েছে। এদের প্রকৃত মুখোশ খুলে দিতে হবে। শিয়া ত্রাস-প্রলোভন মোকাবিলায় সুন্নি ছাত্র উলামা জনতাকে সোচ্চার ও প্রতিবাদের প্রাচীর গড়তে হবে। না হয় ঈমান আক্বিদা বাঁচানো যাবে না। সুন্নি অঙ্গনে শিয়াদের তৎপরতা: চলমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক, শনিবার ( ২১ সেপ্টেম্বর ) জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সংলগ্ন আলমগীর খানেকাহ্ শরিফে অনুষ্ঠিত উলামা-সূফী কনভেনশনে উলামা মাশায়েখরা একথা বলেন। রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এ কনভেনশনের আয়োজন করে। রাবেত্বার সভাপতি মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন আন্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক লেখক ও গবেষক আল্লামা এম এ মান্নান। প্রধান আতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস শেরে মিল্লাত হযরতুলহাজ¦ আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী (মু.জি.আ.)। তিনি বলেন, শিয়ারা ইসলামের নামে মানুষকে পথভ্রষ্ট ও ঈমানহারা করে যাচ্ছে। ওরা ইসলামের প্রধান দুশমন। ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীরা মসনদ দখলে রাখতে সৌদি আরবের মত বড় দেশকে পর্যন্ত চাপে ফেলেছে। সৌদি আরবও শিয়া পন্থি হুতিদের দমনের নামে হাজার হাজার নিরীহ মানুষকে বোমা-ড্রোন দিয়ে হামলা করে ইয়েমেনে নৈরাজ্য ও স্থায়ী হানাহানির পথ খুলে দিয়েছে। ইয়েমের আজকে যুদ্ধ পরিস্থিতি ও মানবিক বিপর্যয়ের জন্য সৌদিজোট ও ইরান সমর্থিত শিয়া হুতিরায় সমানভাবে দায়ী। মানুষ হত্যার উৎসবে মেতে ওঠে ওরা কীভাবে মুসলমান দেশ হিসেবে বিশ্বে নেতৃত্ব দেবে তা আমরা মেনে নিতে পারিনা। রাবেত্বার মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরীর সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। তিনি বলেন, শিয়ারা অমুসলিম। ওদের ভক্তি বিশ্বাসের সঙ্গে সুন্নি মুসলমানদের মোটেই মিল নেই। সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী ওরা। উগ্রবাদী মোল্লাতন্ত্র দিয়ে ওরা ইরানকে শাসন করছে। ইসলামের মূল চেতনা ও আদর্শ ওরা লালন করে না বলেই ওরাই পথভ্রষ্ট। এদের ব্যাপারে সাধারণ সুন্নি মুসলমান ও ছাত্র উলামাদের সতর্ক থাকতে হবে। উদ্বোধক আল্লামা এম. এ মান্নান বলেন, ইরানে সংখ্যালঘু সুন্নিারা রাষ্ট্রীয়ভাবে নির্যাতন-নিপীড়নের শিকার। তিনি বাংলাদেশস্থ ইরান দূতাবাস থেকে প্রকাশিত নিউজ লেটার প্রকাশনা বন্ধ করতে সরকারের প্রতি দাবি জানান। সভাপতির বক্তব্যে ওমাইর রজভি বলেন, ৭৩ দলের মধ্যে এক পথভ্রান্ত দল হলো শিয়ারা। এদের ঈমান আক্বিদা কুফরি তুল্য। শিয়াদের ঈমানি খপ্পর থেকে বাচঁতে আমাদের লেখনী ও সাংগঠনিক শক্তি বাড়াতে হবে। বিশেষ অতিথি ছিলেন আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। কনভেনশনে আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, ছোবহানীয়া আলিয়ার শায়খুল হাদীস আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফি, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জাফর উল্লাহ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার উপাধ্যক্ষ ড. আ ত ম লিয়াকত আলী, ফয়জুলবারী ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ ড.খলীলুর রহমান, আল্লামা হাফেজ আনিসুজ্জামান আলকাদেরী। উপস্থিত ছিলেন মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, যুবনেতা সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাওলানা ক্বারী মুহাম্মদ ইব্রাহীম, মাওলানা আতাউর রহমান, মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী, মুহাম্মদ শাকুর মিয়া, মাওলানা সরওয়ার কামাল আলকাদেরী, মাওলানা অলি উল্লাহ জিহাদী, মাওলানা মুহাম্মদ সোলাইমান কাদেরী, মাওলানা জিল্লুর রহমান হাবিবী, মাওলানা ছৈয়দুল হক সাঈদ কাজেমী, মাওলানা আবুল কাসেম তাহেরী, মাওলানা মুখতার আহমদ রজভী, মাওলানা মুহাম্মদ এমরান হাসান কাদেরী, মাওলানা মুহাম্মাদ সোহাইল উদ্দীন আনছারী, সৈয়দ মাওলানা আবু নওশাদ নঈমী, মাওলানা মুহাম্মাদ গোলাম কিবরিয়া, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদেরী, মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী, ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ আসাদুজ্জামান, মাওলানা মুহাম্মদ এমরান, মাওলানা মুহাম্মদ রায়হানুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মিজান, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, মাওলানা আবুল কাশেম মুহাম্মদ জহিরুল হক প্রমূখ।