রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

“কেশুয়া ব্লাড ব্যাংক” এর উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত।

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

মুহাম্মদ আরফাত হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামে অনলাইন ভিত্তিক একমাত্র স্বেচ্ছাসবী সংগঠন ” কেশুয়া ব্লাড ব্যাংক ” এর প্রতিটা সদস্য আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশপ্রেম অন্তরে ধারণ করে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনসচেতনামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে নিয়মিত। ” মুমূর্ষু রোগীর প্রেমিক যারা, স্বেচ্ছায় রক্তদান করে তারা ” এই শ্লোগানে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে নিজেরা রক্তদানের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করছে সংগঠনটির সদস্যরা। রক্তদান সংশ্লিষ্ট সংগঠন হলেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গত ২০ ই সেপ্টেম্বর রোজ জুমাবার সকাল ৮.০ ঘটিকা হইতে দুপুর ১২.০ টা পর্যন্ত সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহণের মাধ্যমে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের উপায় হিসেবে কেশুয়া গ্রামে ডেঙ্গু নিধনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. শের আলী মাষ্টার, জানে আলম মাষ্টার, উক্ত সংগঠনের এডমিন মো:সাইমন রশিদ, ইফতেখার উদ্দিন আলম রিয়াদ, কার্যকরী সদস্য আবু ইছা ছোটন, মাজেহার হেলাল, রাসেল উদ্দিন, আবছার উদ্দিন,জাহেদুল ইসলাম, মো: জমিয়ুল আলম, মোহাম্মদ সামশুউদ্দিন, ওমর ফারুক, মো: সাকিব সহ উক্ত গ্রামের সকল পেশা-শ্রেণীর মানুষ।

সংগঠনটির এডমিন সাইমন রশিদ জানান, “রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনটি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজে নিজেদের অগ্রগামী ভূমিকা রেখে যাচ্ছে এবং এ ব্যাপারে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”