আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব সংবাদাতাঃ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পূর্বরত্নায় ইউনিয়নে ভালুকিয়া গ্রামে ২৬ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে একই পরিবারের চারজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা একই পরিবারের বউ-শাশুড়ি ও ২ শিশু রয়েছে।
নিহতরা হলেন, রত্নাপালং এলাকার পূর্বরত্না ভালুকিয়ার মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়া (৬০), কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৩), রোকেন বড়ুয়ার ছেলে রবিন বড়ুয়া (৫), শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়া (৬)।
কি কারেন হত্যা করা হয়েছে এখনো কারণ জানা যায়নি। দরজা ভিতর থেকে আটকানোর ছিলো, ছাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করে মৃতদেহগুলো উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের।
উক্তখবর পেয়ে সকালে ঘটনাস্থলে উপস্থিত হন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।
উক্তখবর ছড়িপড়লে শতশত এলাকাবাসী দেখতে আসে। লাশ ময়নাতদন্ত জন্য পাটানো হয়েছে।