রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাজধানীতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানী ঢাকায় ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২টার পর বৃষ্টি শুরু হয়ে টানা দুপুর ২টা পর্যন্ত চলে। এতে মতিঝিল, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, মিরপুর, গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর অধিকাংশ জায়গায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। বেড়েছে মানুষের ভোগান্তি।

সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, এই অঞ্চলের আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।