রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৭ মুদির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

মো: এরশাদ আলম, লোহাগাড়া(চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া সদরে বটতলী স্টেশন এবং আধুনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।
এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৭ মুদির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৩অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উপজেলার বটতলী ও আধুনগরে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মতে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের আলুরঘাট রোডস্হ সাহাব মিয়া সওদাগরের মুদির দোকানে ২হাজার টাকা, জসিম উদ্দিনের দোকানে ২ হাজার, ফজলুল হকের দোকানে ১ হাজার, দেলোয়ার হোসেনের দোকানে ১ হাজার টাকা, লোকমানের দোকানে ২ হাজার রিদুয়ানের দোকানে ২ হাজার এবং আধুনগর লাল মিয়া সওদাগরের দোকানে ৫হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ বলেন, উপজেলার বটতলী স্টেশন ও আধুনগর বাজারের ৭টি মুদির দোকানে ৫৮ টাকার পেঁয়াজ ৯২ টাকা বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ ৪০ ধারা মোট ১৫ হাজার টাকা জরিমানা করে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

অভিযানে লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী উপস্থিত ছিলেন।