রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে শারদীয় দূগোৎসবে উপলক্ষ্যে পূজার্থীদের মাঝে সরকার প্রদত্ত ভোগ্যপন্য বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

মো. নুরুল আলম,চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় আজ শুক্রবার থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হচ্ছে। এবার চন্দনাইশে সার্বজনীন ৯১ মন্ডপ সহ ব্যক্তিগত মিলিয়ে ১শ২৩ মন্ডপে দুর্গোৎসব হবে বলে সুপ্রভাতকে জানান উপজেলা পূজা পরিষদের নেতা উৎপল রক্ষিত।

পূজায় এবার শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রতি মন্ডপে ৪ স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী সুপ্রভাতকে জানান।

আজ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ – সাতকানিয়া আংশিক) আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরীর কতৃক সরকার প্রদত্ত ভোগ্যপন্য পূজার্থীদের মাঝে বিতরণ করেন। এ উপলক্ষে চন্দনাইশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত দোহাজরী খাদ্য গুদাম প্রাঙ্গণে শুক্রবার (৪অক্টোবর) বিকেলে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী।

অমিতাব চৌধুরী টিটো সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন
আ’লীগ নেতা আহছান ফারুকী, যুবলীগ নেতা লোকমান হাকিম, যুবলীগ নেতা নবাব আলী, পূজা কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, সমীরন দাশ তপন, বিকাশ দে, অলক কুমার দে, ভবশংকর ধর, কৃষ্ণ চক্রবর্ত্তী, রূপক কান্তি ঘোষসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।

সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি নজরুল বলেন, এ উপজেলায় সকল ধর্মের লোকজন নিরাপদে বসবাস করছে। আপনারা নিরাপদে শারদীয় দূর্গাপূজা পালন করবেন। ধর্ম যার যার উৎসব সবার এ স্লোগান কে সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আ’লীগ সরকার যখনই ক্ষমতায় আসে সকল ধর্মের লোক নিরাপদে ধর্ম পালন করতে পারে। চন্দনাইশে শান্তিপূর্ণ পুজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছবির ক্যাপশন: চন্দনাইশে শারদীয় দূগোৎসবে উপলক্ষ্যে পূজার্থীদের মাঝে সরকার প্রদত্ত ভোগ্যপন্য বিতরণ করছেন সাংসদ আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী ।