রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ার চরম্বায় চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

মোঃ সেলিম উদ্দীন,বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলায় মধুফকির পাড়ায় পাহাড় কাটার মহোৎসব চলছে। এখানে একাধিক জায়গায় নানা অজুহাতে পাহাড় কাটছে একটি চক্র। পাহাড় কেটে তা ট্রাকে ট্রাকে বিক্রি করছে। সরেজমিনে দেখা যায়, চরম্বায় বেশ কয়েকটি পাহাড় কেটে সাবাড় করে দিয়েছে পাহাড় খেকো চক্রটি। এলাকায় মাটি ভরাটের পাশাপাশি ইটভাটা মাটির জন্য এসব পাহাড় কাটা হচ্ছে। স্থানীয়রা জানান, প্রভাবশালী পাহাড় খেকোরা সবাইকে ম্যানেজ করে এসব করছে। প্রতি বর্ষায় ভারী বর্ষণে পাহাড় ধসের অন্যতম কারণ অবাধে পাহাড় কাটা। অনুমোদন ছাড়া অপরিকল্পিতভাবে এসব পাহাড় কাটা হচ্ছে। অবিলম্বে তাদের অপতৎপরতা বন্ধ করা না গেলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশংকা করছেন স্থানীয়রা। মাইজবিলা এলাকার আবদুল জব্বার নামে এক ব্যক্তি পাহাড় কেটে মাটি বিক্রি করছে । তিনি জানান, পাহাড়ের মাটি দিয়ে দোকানের তলা ভরাট করা হচ্ছে। লোহাগাড়া ইউএনও সাহেবের মৌখিক অনুমতি নিয়ে এ পাহাড় কাটা হচ্ছে । এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ মুঠোফোনে জানান, কাউকে পাহাড় কাটার অনুমতি দেওয়া হয় নি। কেউ পাহাড় কাটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।