রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

মা-বাবার আহাজারি

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

কে.এম.জসিম উদ্দীন ফারুকী

আকাশ ভেঙ্গে পড়লো মাথায়,
এই কি খবর দিলে ভাই।
সন্ত্রাসীদের তীব্রাঘাতে
আমার ছেলে বেঁচে নাই।
কইলজা ফেটে রক্ত ক্ষরণ
বাঁচার বুঝি নেই উপায়!!

কালকে গেল বিদায় নিয়ে
স্বপ্ন সাধের পাঠশালায়।
আজকে এলো নিথর হয়ে
অশ্রুসজল বুক ভাসাই।
কে জানিতো সেই সে দেখা
রূপ নিবে শেষ যন্ত্রণায়।

সারা দেহে রডের আঘাত
কেমন কষ্ট হইছে তার।
তিলে তিলে জীবন নিলো
ওরা কেমন জানোয়ার?
আমার সবি কেড়ে নিছো
কিছুই যে আর বাকি নাই।

আবরার তুমি কেমন আছো
একটুও যে বললে না।
চাপা কষ্ট বুকে নিয়ে,
কেন যে আর আসলে না?
বাবা তোমায় বিদায় দিলাম
মানুষ গড়ার শান্তনায়।