রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশ উপজেলা আ’লীগের সদস্য মো. সেলিম রেজা চৌধুরীর পিতা শিক্ষক মো. আমিনুল ইসলাম চৌধুরী মাষ্টারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড নিবাসী, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সদস্য, বিশিষ্ট ঠিকাদার মো. সেলিম রেজা চৌধুরী ও বাগিচাহাটের বিশিষ্ট ব্যবসায়ী জাবেদুল ইসলাম মিটু’র পিতা রাঙ্গামাটি ছৈয়দ আবদুল আলী একাডেমী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক ও প্রবীণ আওয়ামীলীগ নেতা জনাব আলহাজ্ব মো. আমিনুল ইসলাম চৌধুরী মাষ্টার (৭২) শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ – সাতকানিয়া আংশিক) সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব মু. মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী প্রমুখসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদে মাগরিব সিকদার পাড়া ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।