শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চার ফার্মেসিকে ৪০হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

মুহাম্মদ জমির উদ্দীন রাঙ্গুনিয়া,(চট্টগ্রাম)
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক সংলগ্ন রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট বাজারে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও ভেজাল ঔষুধ বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান।

অভিযানে ড্রাগ আইনে লক্ষী ফার্মেসিকে ২০ হাজার, সেবা নিকেতনকে ১০ হাজার, প্রভিনশিয়াল ফার্মেসিকে ৫ হাজার, দিপ্তী ফার্মেসিকে ৫ হাজার সহ মোট চার ফার্মেসিকে ৪০হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩ লাক্ষাধিক টাকার মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুদুর রহমান। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রামের ড্রাগ সুপার মো: কামরুল ইসলাম এবং রাঙ্গুনিয়া থানার এস.আই মো: সোহেল সহ একদল পুলিশ।