রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় ইয়াবা, অস্ত্র, রামদা ও কার্তুজসহ আটক ১

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

মোঃ এরশাদ আলম:লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা ট্যাবলেট,অস্ত্র, রামদা ও কার্তুজসহ এক যুবককে আটক করেছে চুনতি পুলিশ ফাঁড়ি। গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক আধুনগর ইউনিয়নের কাজির পাড়া এলাকার মৃত নজির আহমদের পুত্র মুহাম্মদ ফরিদ (৩২)।

এই অভিযানে নেতৃত্ব দেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর ও এএসআই চন্দ্র কুমার সহ পুলিশ টিম।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তার বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়, এসময় তার কাছ থেকে ১টি রামদা, ৯রাউন্ড গুলি ও ২১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা সাংবাদিককে জানান, গতকাল দিবারাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর ও এএসআই চন্দ্র কুমার ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে ফরিদের বাড়ীতে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী অস্ত্র, রামদা, ৯রাউন্ড গুলি ও ২১পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহির উদ্দিন জানান, আটককৃত’র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।