আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ এরশাদ অালম:লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া খুসাঙ্গের পাড়া গ্রামবাসীর আয়োজনে সদ্য পরলোকগত বাংলাদেশী বৌদ্ধদের ধর্মীয়গুরু, বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত পণ্ডিত সত্যপ্রিয় মহাস্থবির স্মরণ,পারিবারিক, সামাজিক, আত্নীয়-স্বজনের ইহলৌকিক ও পারলৌকিক শান্তি-সুখ, সমৃদ্ধি কামনায়, ১৮অক্টোবর (শুক্রবার) দিনব্যাপী ধর্মীয় যথাযোগ্য মর্যাদায়
বড়হাতিয়া খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহার প্রাঙ্গণে দানশ্রেষ্ঠ শুভ “কঠিন চীবর দান” সংবর্ধনা ও বৌদ্ধ সম্মেলন ২০১৯ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের অাশীর্বাদক ছিলেন,
সা-লো বৌদ্ধ ভিক্ষু সমিতির সাবেক সভাপতি ও বড়হাতিয়া মহাবোধি কিন্ডার গার্টেন স্কুল এর প্রতিষ্ঠাতা কর্মযোগী শ্রীমৎ জিনানন্দ মহাস্থবির এম.এ, ত্রিপিটক বিশারদ,
বড়হাতিয়া মহাবোধি বিহার পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার প্রিয়দর্শী বড়ুয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন
সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি অধ্যক্ষ কর্মবীর শ্রীমৎ শীলানন্দন মহাস্থবির।
প্রধান অতিথি ছিলেন,
লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,
এডভোকেট সুনীল কান্তি বড়ুয়া।
এসময় বক্তব্য রাখেন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি,
বড়হাতিয়ার কৃতি সন্তান ডাঃবিদ্যুৎ বড়ুয়া,
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া,
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু,
বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,
প্রাণি সম্পদ কর্মকর্তা, ড.সমরঞ্জন বড়ুয়া বিসিএস,
পুটিবিলা মহাবোধি বিহারের অধ্যক্ষ, শ্রীমৎ রত্নানন্দ মহাস্থবির,
চেঁদিরপুনি নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতিপাল স্থবির,
পটিয়া জোয়ারা খানখানাবাদ পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধপাল স্থবির,
বিবিরবিলা শান্তি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মতিলক ভিক্ষু,
চন্দনাইশ ভিক্ষু পরিষদের অর্থ সচিব শ্রীমৎ ধর্মানন্দ স্থবির,
করইয়ানগর চৈতন্য বিহারের অধ্যক্ষ, শ্রীমৎ অানন্দ প্রিয় স্থবির,
বড়হাতিয়া বোধিনিকেতন বিহার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ লালেন্দ্র কুমার বড়ুয়া,
আধুনগর জ্ঞান বিকাশ বিহার পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি বাবু বিভুতি বড়ুয়া,
বড়হাতিয়া আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান দুলাল,
সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রুনা প্রমুখঃ
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন,
দান মানুষের মন মানকে বিকশিত করে তোলে, প্রত্যেক ধর্ম দানকে মানুষের মাঝে শ্রেষ্ঠত্ব ও আলোকিত করে দেয়।
এসময় তিনি বিহারের জন্য ১লক্ষ টাকার অনুদানের ঘোষনা প্রদান করে এবং বিহারের অারো উন্নয়ন কাজের সহযোগীতার অাশ্বাস দেন।