রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমন করা হবে,বিশেষ আইনশৃঙ্খলা সভায় ওসি সাইফুল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

মোঃ এরশাদ আলম,লোহাগাড়া (চট্টগ্রাম)

অহেতুক কিছু ইসু নিয়ে এলাকায় বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করা হলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মমদ সাইফুল ইসলাম।

(বুধবার) ২৩ অক্টোবর সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে বিশেষ আইনশৃঙ্খলা সভায় বক্তব্যে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এসব কথা বলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌছিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি)পদ্মাসন সিংহ।

এসময় বক্তব্য রাখেন,লোহাগাড়া ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোঃ হানিফ,এবং ৯ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন সরকারী বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

এসময় বক্তারা বলেন সম্প্রতি ভোলায় অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া ঘটনাটি যেন আর না ঘটে,তাই ফেসবুক আইডিকে নজরদারী রাখতে হবে।
ভোলার মত লোহাগাড়ায় কেউ এ ধরণের ঘটনা ঘটার চেষ্টা করলে তাদেরকে ছাড় দেওয়া হবেনা

কিন্তু একটি কুচক্রী মহল সরকারের উন্নয়নে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে, সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডে কেউ বাধা প্রদান করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।