রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সেভ দ্য রোড-এর জাতীয় সম্মিলনে শাজাহান খান: আমি অনেক কমিয়ে এনেছিলাম নৌ দূর্ঘটনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

সেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর আকাশ-সড়ক-রেল ও নৌপথ নিরাপদ-এর জন্য করণীয় শীর্ষক অলোচনা সভা ও জাতীয় সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ বঙ্গবন্ধু এভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগ ভবনের তৃতীয় তলাস্থ মিলনায়তনে ২৫ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত সম্মিলনে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌমন্ত্রী শাজাহন খান এমপি। সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সঞ্চালনায় ও চেয়ারম্যান জেড এম কামরুল আনাম-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নাজমা আকতার এমপি, সমাজসেবক লুৎফর রহমান স্বপন, শ্রমিক নেতা মো. তরিকুল ইসলাম ও পরিবহন শ্রমিক নেতা কাজী সেলিম সরোয়ার।

বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, রিপন শান, সোনিয়া দেওয়ান প্রীতি, জিয়াউর রহমান জিয়া, শ্রমিক নেতা শহীদুল্লাহ বাদল, সাহাবউদ্দীন চৌধুরী, এনামুল হক, অনলইন প্রেস ইফনিটির নবনির্বাচিত সভাপতি এরশাদুল হক দুলাল, সেভ দ্য রোড-এর যুগ্ম মহাসচিব আলতাফ হোসেন রায়হান, ঢাকা জেলার সভাপতি হাসিবুল হক পুনম, বাগেরহাট জেলা সভাপতি মহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা সভাপতি মোকলেসুজ্জামান সুমন, ঢাকা মহনগর দক্ষিণের আহবায়ক আবু বকর রতন, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দীন সরকার, মানিকগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, কায়েস সজিব, হাবিব মাস্টার, চট্টগ্রাম জেলা সদস্য মিনহাজউদ্দীন, সভাপার সভাপতি রাজিবুল ইসলাম, শ্রমিক নেতা শেখ ওমর ফারুক, বরিশাল শাখা সদস্য জিয়াউদ্দীন সুজন, নাসির উদ্দীন প্রমুখ। সারাদেশ থেকে ২৭৭ জন পথসৈনিক-এর উপস্থিতিতে অনুষ্ঠিত সেভ দ্য রোড-এর জাতীয় সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, নৌমন্ত্রী থাকাকালিন সময়ে আমি অনেক কমিয়ে এনেছিলাম নৌ দূর্ঘটনা। আমি মনে করি শুণ্যের কোঠায় নৌ দূর্ঘটনাকে আনার মত দক্ষতা আমার যেমন রয়েছে, সেভ দ্য রোড-এর কর্মীদেরও রয়েছে দক্ষতা ও যোগ্যতা তিল তিল করে দেশকে গড়ে তোলার চেষ্টা আর ধারাবাহিকতা। তাদের ৭ দফার সাথে আমি সহমত।