শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

মোঃ এরশাদ আলম,লোহাগাড়া (চট্টগ্রাম)

সন্ত্রাস,জঙ্গি ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প তাই মাদক ব্যাধি থেকে বাঁচতে শরীরচর্চায় নিয়মিত ফুটবল খেলার অভ্যাস করতে হবে বল মন্তব্য করেছেন চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা।

(রবিবার) বিকেলে উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে-কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে লোহাগাড়া পুলিশের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে এসব কথা বলেন তিনি।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন সম্প্রীতি ফু্টবল একাদশ
বনাম-যুব ফুটবল একাদশ।

খেলায় যুব ফুটবল একাদশের পক্ষে অধিনায়ক ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা এবং সম্প্রীতি ফুটবল একাদশের পক্ষে অধিনায়ক ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।

খেলা পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এসকে শামশুল আলম।

টানটান উত্তেজনায় খেলাটি সমানতালে লড়াই করে কোনো পক্ষই গোল করেত না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এসময় উপস্থিত ছিলেন,থানার ওসি (তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন, এম এ আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব আবদুল আজিজ,উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আখতার হোসাইন চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান সহ অারো অনেকেই।

খেলা শেষে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কৃত হন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।