আজ ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি ::
পবিত্র ১২ রবিউল আউয়াল উদযাপন উপলক্ষ্যে জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট এর ব্যবস্থাপনায় আজ ২৯ অক্টোবর বাদে মাগরিব থেকে দরবার শরীফের খানেকা শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্টিত হয়। মাওলানা মুহাম্মদ রাজিব চৌধুরীর উপস্থাপনায় মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আল্লামা মুফতি মুহাম্মদ ইকবাল হোসাইন। ১২দিন ব্যাপী মাহফিলের ১ম দিবসে সভাপতির আসন অলংকৃত করেন দরবার শরীফের পীর সাহেব গাউসে জামান ইমামে আশেক ই রাসূল (দ.) নূরে জাহাঁগিরি, হযরত শাহসুফি আলহাজ্ব সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী মাদ্দাজিল্লুহুল আলী। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়ার ট্রাস্ট এর নির্বাহী পরচিালক শাহজাদা মাওলানা মুহাম্মদ মতি মিয়া মনসুর, জাহাঁগিরিয়া ছুফিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সহ সুপার শাহজাদা মাওলানা মুহাম্মদ মনজুর আলী, শাহজাদা মুহাম্মদ হাসান আলী। দাওয়াতে সুফি বাংলাদেশ এর সৌজন্যে মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক মো: হাবিবুর রহমান, দাওয়াতে সুফির মোবাল্লিক মাওলানা রেজাউল করিম, তৈয়ব মিয়া, রাজা মিয়া, আমিনুল ইসলাম, রিদুয়ান সহ চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকা হতে নবীপ্রেমী আশেকগণ সমবেত হয়েছেন।