রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

মানবাধিকার স্বর্ণ পদক পেলেন, অধ্যাপক হামিদুর রহমান

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

মোঃ এরশাদ আলম,লোহাগাড়া (চট্টগ্রাম)

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্রগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি, চুনতি হাকিমিয়া কামিল (অনার্স মাস্টার্স) মাদরাসার অধ্যাপক হামিদুর রহমান শ্রেষ্ঠ মানবাধিকার সংগঠক ২০১৯ হিসেবে স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন।

আজ ৩রা নভেম্বর সকালে চট্টগ্রামস্থ শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলা সম্মেলনে শ্রেষ্ঠ মানবাধিকার সংগঠক হিসেবে ভূষিত হন তিনি।

স্বর্ণ পদক তুলে দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠাতা মহাসচিব ড.সাইফুল ইসলাম দিলদার।

এসময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হানসী, বাংলাদেশ মানবধিকার কমিশনের কেন্দ্রীয় গভর্নর সেকান্দর আলী, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, সি আই পি সৈয়দ সিরাজুল ইসলাম কমু ও কেন্দ্রীয় ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু সহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের মানবতাবাদী অনেক নেতৃবৃন্দ।