রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চবির উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে ইসলামিক স্টাডিজের শিক্ষকবৃন্দের শুভেচ্ছা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য নিযুক্ত হওয়ায় বিশিষ্ট কথা সাহিত্যিক প্রফেসর ড. শিরীণ আখতারকে ইসলামিক স্টাডিজ , চবির পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ইসলামি স্টাডিজ বিভাগের সভাপতি ড. এনামুল হক, ড. আ ফ ম আমীনুল হক, ড. ইলিয়াস সিদ্দিকী, ড. মমতাজ কাদেরী, ড. আব্দুল মাবুদ, ড. এনামুল হক মুজাদ্দেদী ও মুরশেদুল হক প্রমুখ। এ সময় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সোনার মানুষ গড়ে তুলতে ইসলামিক স্টাডিজ বিভাগ অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। একই সাথে বিভাগীয় শিক্ষকদেরকেও শুভেচ্ছা ও দিক নির্দেশনা প্রদান করেন।