রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আধুনগর ক্যামেলিয়া পাড়া জ্ঞান বিকাশ বিহারে দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

মোঃ এরশাদ অালম:লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অাধুনগর ইউনিয়নের ক্যামেলিয়া পাড়া জ্ঞান বিকাশ বিহারে পঞ্চশীল প্রার্থনা,ধর্মীয় সঙ্গীত ও ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে বড়ুয়া সম্প্রদায়ের সবচেয়ে দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বিহার মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত ধর্মদর্শী মহাথের এর
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাথের,
সংবর্ধিত অতিথি ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।


প্রধান বক্তা ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও অাধুনগর ইউপি’র বার বার নির্বাচিত চেয়ারম্যান অালহাজ্ব মুহাম্মদ আইয়ুব মিয়া,
বিশেষ অতিথি ছিলেন,বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম.ডি জুনাইদ চৌধুরী,অাধুনগর ইউনিয়নের সমাজ সেবক, প্রবাসী আলহাজ্ব মাহমুদুল হক বাবুল, ইউপি সদস্য শিবু রঞ্জন পাল, সিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়ও বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও দায়ক-দায়িকা অনুষ্ঠানে অংশ নেয়। জানা যায়, প্রতি বছর প্রবারণা পূর্ণিমার পরই বৌদ্ধ ধর্মাবলম্বীরা এক মাস পর্যন্ত কঠিন চীবরদান অনুষ্ঠান পালন করে থাকেন।


এসময় ক্যামেলিয়া পাড়া জ্ঞান বিকাশ বিহারের জন্য উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ১লক্ষ টাকা অনুদানের ঘোষনা প্রদান করেন, অাধুনগরের চেয়ারম্যান অালহাজ্ব আইয়ুব মিয়া নগদ ৫০’হাজার টাকা প্রদান করেন এবং সমাজ সেবক প্রবাসী আলহাজ্ব মাহমুদুল হক বাবুল ৩০’হাজার টাকা অনুদানের ঘোষনা প্রদান করেন।