রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ব্রাক্ষণবাড়িয়ায় উদয়ন এক্সপ্রেস ও তুর্না নীশিতার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

হৃদয়ে চট্টগ্রাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ নামক স্থানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তুর্না নীশিতা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মন্দভাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী আন্তঃনগর তুর্না নীশিতা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুইটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।দুর্ঘটনায় এ পর্যন্ত ১২জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান জানিয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরো মরদেহ থাকতে পারে। হতাহতদের উদ্ধার কাজ চলছে।দুর্ঘটনায় উদয়নের দুটি বগি দুমড়ে মুচড়ে যায়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ও পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান ঘটনাস্থলে যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলেও তিনি জানান।