রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বান্দরবানে ই‌লেক্ট্র‌নিক মি‌ডিয়ার সাংবা‌দিক‌দের ৩দিনব্যাপী প্র‌শিক্ষণ সম্পন্ন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

মোঃ সেলিম উদ্দীন প্র‌তি‌নি‌ধি:

বান্দরবান জেলায় ই‌লেক্ট্র‌নিক মি‌ডিয়ার সাংবা‌দিক‌দের জন্য ৩দিনব্যাপী টে‌লি‌ভিশন সাংবা‌দিকতা বিষয়ক প্র‌শিক্ষণ সম্পন্ন হ‌য়ে‌ছে।

র‌বিবার সকাল থে‌কে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়ত‌নে শুরু হওয়া এ প্র‌শিক্ষণ মঙ্গলবার (১২ন‌ভেম্বর) দুপুরে ‌শেষ হয়।

সমাপনী প্র‌শিক্ষ‌ণে প্রধান অ‌তি‌থি ছি‌লেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চ‌লিক প‌রিষ‌দের সদস্য কাজল কা‌ন্তি দাশ।

এসময় বান্দরবান প্রেস ক্লা‌বের সভাপ‌তি ম‌নিরুল ইসলাম মনুর সভাপ‌তি‌ত্বে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন পিআই‌বির প্র‌তি‌বেদক জিলহাজ উ‌দ্দিন নিপুন, পৌর আওয়ামীলী‌গের সভাপ‌তি অমল কা‌ন্তি দাশ, সাতাক‌নিয়া প্রেস ক্লা‌বের সভাপ‌তি মাহফুজুর রহমান খোকন, প্রেস ক্লা‌বের সে‌ক্রেটারী মিনারুল হক, বিজয় টিভির মোঃ সেলিম উদ্দীন সহ বান্দরবা‌নের ই‌লেক্ট্র‌নিক মি‌ডিয়ার সাংবা‌দিকরা।

এসময় বক্তারা ব‌লেন, তিন‌দিন প্র‌শিক্ষ‌ণে কোন ভা‌বেই পু‌রোপু‌রি দক্ষতা অর্জন করা সম্ভব নয়। তারপরও এ প্র‌শিক্ষ‌ণের মাধ্য‌মে আ‌গের তুলনায় ভাল রি‌পোর্ট কর‌তে পার‌বে এখানকার সাংবা‌দিকরা। এসময় তারা ব‌লেন, ভাল মা‌নের সাংবা‌দিকতা করার জন্য প্র‌শিক্ষ‌ণের কোন বিকল্প নেই।

প‌রে প্র‌শিক্ষণ নেয়া সকল সাংবা‌দিক‌দের সনদপত্র প্রদান করা হয়।