শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

মফিজুল্লা খান বিদ্যানিকেতন পিইসি শিক্ষার্থীদের বিদায় ও শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

নিজস্বপ্রতিনিধি : চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থয় মফিজুল্লা খান শিশুবিদ্যানিকেতন এর পিইসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে সহ-অধ্যক্ষ জাফর মাষ্টারের সঞ্চালনায় অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাষ দাশগুপ্ত সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টির পরিচালক দোহাজারী পৌরসভার সহায় সদস্য এসএম জামাল উদ্দীন মেম্বার, যথাক্রমে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক ফোরমের সভাপতি এমএহামিদ, আমির হোসেন, আনিসুর রহমান, শহিদুর ইসলাম খান,মো.সেলিম উদ্দীন,তৌহিদুর ইসলাম,সিনিয়র শিক্ষক আহমেদ হোসেইন, শাপলা ভট্টাচার্যএবং ছাত্র-ছাত্রীদদের মধ্যে বক্তব্য রাখেন চতুর্থ শ্রেণির হৃদিতা বড়ুয়া, তামিয়া রহমান,প্রমিতা,মোস্তাকিম জামাল,পরীক্ষার্থী অবন্তি চক্রবর্তী, জিত দাশ, অভিভাবক শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী বৃন্দা উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা বলেন, শিক্ষায় শিক্ষিত নয়, সুশিক্ষায় শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত হতে হবে,যার মাঝে বিবেক মনুষ্যত্ব নেই, সেই যতবড় শিক্ষিত হোকনা কেন তার কোন মূল্য নেই। তাই তোমাদের বিবেক বিদ্ধু দিয়ে সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হতে হবে, তোমাদের কে এইদেশের দায়িত্ব নিতে হবে তোমরাই আগামীর ভবিষ্যৎ।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে অতিথিরা শিক্ষাসামগ্রী তুলেদেন।