রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধে আইনের প্রয়োগ প্রয়োজন-মেস সংঘের সমাবেশে বক্তারা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

ঢাকা ১৬ নভেম্বর শনিবার:
হাইকোর্টের নির্দেশনা অনুসারে নতুন বছরে বাড়ি ভাড়া স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ মেস সংঘ (বিএমও)’র মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধে আইনের প্রয়োগ প্রয়োজন। নাগরিক জীবনে স্বস্থি ফিরিয়ে দিতে বাড়ি ভাড়া কমানোর জন্যও পদক্ষেপ নিতে হবে। । ১৬ নভেম্বর শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএমও’র প্রতিষ্ঠাতা মহসচিব আয়াতুল্লাহ আকতারের সভাপতিত্বে সংহতি প্রকাশ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান, নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী, বাংলাদেশ ন্যাপ-এর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া ও বাংলাদেশ কংগ্রেস-এর মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন, সৈয়দ আখতার সিরাজী, লিটন দ্রুং, রাসেল আনান জিন্টু, শাহরিয়ার।
এসময় বক্তারা বলেন, শহরে বসবাস করার ক্ষেত্রে গ্রাম থেকে আসা বিশেষ করে চাকুরিজীবী, শ্রমজীবী, শিক্ষার্থী, মেস মেম্বাররা বাড়ি ভাড়া দিতে গিয়ে একটি মহাবিড়ম্বনায় পড়ে। তাদের শহরের জীবন যাত্রায় আয়ের সিংহভাগ বাড়ি ভাড়ায় চলে যায়। দ্বিতীয়ত এক শ্রেণির বাড়ি মালিক নিলজ্জভাবে প্রতি নতুন বছরে লাগামহীনভাবে বাড়ি ভাড়া বৃদ্ধি করে থাকেন। আমাদের দাবি অযৌক্তিকভাবে কোন অবস্থাতেই বাড়ি ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি করা যাবে না। বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগের নির্দেশনা পালন করতে হবে।