আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোহাম্মদ আলী রাশেদ, চট্টগ্রাম :
পাথরঘাটা নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ
টাকা করে অর্থ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ সকালে পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণের খবর শোনা মাত্র তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে পরবর্তীতে মেয়র চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা নিহত ও আহতদের খোঁজ নিতে চমেকে যান। তিনি এসময় ঘটনাস্থলে নিহত ও আহতের স্বজনদেরকে আন্তরিক সমবেদনা জানান। মেয়র নিহতদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। তাছাড়া লাশ পরিবহনে এ্যাম্বুলেন্স সহায়তাসহ প্রয়োজনীয় সহায়তা সরবরাহে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেয়া হয়। তিনি চমেকের কর্তব্যরত চিকিৎসকদেরকে অধিকতর দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দেন।
মেয়র আরো বলেন, চসিক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আহতদেরকে চসিকের পক্ষ থেকে সকল ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।
এই সময় চমেক হাসপাতাল কর্তৃপক্ষ, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা.মুজিবুল হক খান, কাউন্সিলার হাসান মুরাদ বিপ্লব, জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।