রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আশুলিয়ায় সাংবাদিকের ওপর হামলায় বিএমএসএফ’র মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

আশুলিয়া ১৮ নভেম্বর ২০১৯: বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নিরবের ওপর ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদি ফোরাম মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুলিয়া শাখা কমিটি। ১৮ নভেম্বর বেলা সাড়ে ১১টায় আশুলিয়া থানার সামনে দু ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আশুলিয়া থানা শাখা আহবায়ক মোহাম্মাদ ইয়াসিন,সদস্য সচিব মৃদূল ধর বর্মন,জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি মোঃ শিফাত মাহমুদ ফাহিম, পাংশা নিউজ-২৪ এর প্রতিনিধি সোহাগ হোসেন,দৈনিক কালের ছবি পত্রিকার প্রতিনিধি ইউসুফ আলী,চ্যানেল -69 স্টাফ রিপোর্টার মমতাজ বেগম সাথী,নতুন সময় টিভি স্টাফ রিপোর্টার রিপন হোসেন,গ্রীণ বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি মোঃ তৌফিক নেওয়াজ মীম,নিউজ ক্যাম্প-২৪ এর আশুলিয়া প্রতিনিধি নাসিমা আক্তার আশা,গ্রীণ টিভি বাংলার সম্পাদক আলী হোসেন,গ্রীণ বাংলা টিভির স্টাফ রিপোর্টার রাকিব শিকদার প্রমুখ।

বক্তব্য রাখেন হামলার শিকার বাংলা টিভির সাংবাদিক আলমগীর হোসেন হামলার ঘটনা বর্ননা করে দৃস্টান্তমুলক বিচার দাবি করেন।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হামলা ঘটনার সাথে জড়িতদের চিন্থিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।