শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি’র ভাই শেখ সুলতান বিন জায়েদ’র ইন্তেকাল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

আন্তর্জাতিক:
১৮ই নভেম্বর (সোমবার) সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ভাই শেখ সুলতান বিন জায়েদ আল নাহিয়ান ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
দেশটিতে তিন দিনের সরকারি শোক দিবস ঘোষনা করা হয়েছে।
শেখ সুলতান ১৯৫৫ সালে আল আইনতে জন্মগ্রহণ করেছিলেন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা পিতা শেখ জায়েদের দ্বিতীয় পুত্র ছিলেন। তিনি সামারসেটের মিলফিল্ড স্কুলে পড়াশোনা করেছিলেন এবং স্যান্ডহর্স্ট মিলিটারি একাডেমিতে পড়াশোনা করেছিলেন।
তিনি এর আগে উপ-প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন তবে রাষ্ট্রপতির প্রতিনিধি নিযুক্ত হয়েছিলেন – এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন।
তিনি আবুধাবির সুইহান রেসকোর্সে অনুষ্ঠিত বার্ষিক ঐতিহ্য উৎসবের পৃষ্ঠপোষক ছিলেন। শেখ সুলতান বিন জায়েদ আল নাহিয়ান ঐতিহ্য উৎসবটিতে উট এবং সালুকি দৌড় ও উটের সৌন্দর্যের প্রতিযোগিতা, হস্তশিল্প বিক্রি করে এমন ঐতিহ্যবাহী মেলার আয়োজক ছিলেন।
দেশটিতে তিন দিনের সরকারী শোক পালন করবে যার মধ্যে সাধারণত অর্ধ-মাস্টে পতাকা উত্তোলন এবং নিয়মিত রেডিও প্রোগ্রামিংয়ের পরিবর্তে শাস্ত্রীয় সংগীত বা কোরআন তেলাওয়াত করা হবে।