রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লামার মাসিক সাধারণ সভা আজিজ নগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ৪নং আজিজ নগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোস্তফা জামাল,সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদুল হক,পৌর মেয়র জহিরুল ইসলাম জহির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেদুল ইসলাম জাহেদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিল্কি রাণী দাশ।


লামার মাসিক সাধারণ সভা আজিজ নগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত।

সার্বিক ব্যবস্থাপনায় আজিজ নগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো:জসিম উদ্দিন কোম্পানী।

উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি বলেন,জঙ্গিবাদ,সন্ত্রাস,চাদাঁবাজীর খবর পেলে উপজেলা প্রশাসনকে জানান।রোহিঙ্গাদের জাতীয় সনদ ও জম্ম সনদ না দেওয়ার জন্য নির্দেশ দেন।আর নতুন কোন রোহিঙ্গা আসলে অত্র এলাকায় প্রবেশ করলে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবগত করার জন্য বলেন।সকল কে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য বলেন।

উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন,আজিজ নগর ইউনিয়নের খারাপ অর্থাৎ একটি দূর্নাম রয়েছে যেটি আমরা প্রতিনিয়ত শুনি সেটি হল চোলাই মদ পাচার।চোলাই মদ পাচার বন্ধ করার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার জন্য অত্র ইউনিয়নের ক্যাম্প ইনচার্জ কে বলেন। চোলাই মদ বন্ধ করার জন্য এলাকার সচেতন নাগরিকদের সহযোগীতা নিতে বলেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল বিভাগের কর্মকর্তাগণ এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।