আজ ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
বাঁশখালী প্রতিনিধিঃ
পশ্চিম বাঁশখালী গন্ড়ামারা রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রাক প্রাক্তন ছাত্র সমাবেশ মাদ্রাসার হল রুমে বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
এতে অাগামী ১৪ ও ১৫মার্চ ২০২০খিষ্টাব্দে মাদ্রাসার শতবার্ষিকী পরিচালনা এবং ৪দিন ব্যাপি সভা ও বনাট্য অনুষ্টান অায়োজন করার উদ্দ্যেগ গ্রহন করা হয়।
সভায় মাষ্টার অাজিজের পরিচালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাক্ত অধ্যক্ষ মাওলানা অাহমদ কবির।এতে অারো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ সভাপতি মাওলানা বশির অাহমদ,মাওলানা ওবায়দুর রহমান,মাওলানা ফৈরদৌস
,মাওলানা অাবু তাহের তৈয়বী,মাওলানা অাবুল কাসেম,
মাওলানা মন্নান,মাওলানা মোস্তাফা অালী,মাওলানা অামিন,মাওলানা সরওয়ার,হুমায়ন,ওসমান গনী সহ প্রমুখ।