রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

১৯ দিনব্যাপী চুনতী সীরাতুন্নবী(স.) মাহফিল’র ১৩তম দিবসে আখেরি জুমায় মুসল্লিদের ঢল।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

মোঃ সেলিম উদ্দীন,লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীতে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী চুনতী সীরাতুন্নবী(স.) মাহফিল’র ১৩ তম দিবসে ২২ নভেম্বর শুক্রবার আখেরি জুমায় লাখো মুসল্লিদের ঢল নেমেছে। সকাল থেকে মুসল্লিরা দলে দলে চুনতী সীরাত ময়দানে যেতে শুরু করে। জুমার নামাজের পুরো মসজিদ, মাঠ এবং আশেপাশের রাস্তা কানায় কানায় ভরে যায়। বাদ জুমা কুরআন তেলোওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। আল্লামা ফজলুল্লাহ (রহ.) ফাউন্ডেশন চট্টগ্রাম’র চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হুসামুদ্দীন’র সভাপতিত্ত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসালম চৌধুরী, অলিউদ্দিন মোহাম্মদ, গোলাম কবির, শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, কাজী আরিফুল ইসলাম, শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমুখ। নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনায় অংশ নেন আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা শহিদুল ইসলাম নিজামী, মাওলানা জাফর সাদেক মিয়াজী প্রমুখ।